‘‘পূর্ব গুজরা ‘’ ইউনিয়ন প্রাচীন মুসলিম বিজয় গাথাঁর একটি উল্লেখ যোগ্য ইতিহাস। কালের গর্ভে হারিয়ে যাওয়া হাজারো স্মৃতি ও কীর্তির মধ্যে অতীতের গৌরব গাথার স্মারক হয়ে যে কটি প্রাচীন ইতিহাসের অংশ উজ্জল স্বাক্ষী হয়ে রয়েছে রাউজান থানার ‘‘পূর্ব গুজরা '' ইউনিয়ন তেমনি একটি নাম। মুসলমানদের চট্রগ্রাম বিজয়ের পরবর্তীতে বহু পীর দরবেশ ইসলাম প্রচারের উদ্দে্শ্যে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আগমন করেন।তেমনি চট্টগ্রামের বোয়ালখালী সৈয়দপুর হতে আওলাদে রাসূল হযরত মারুফ শাহ এর প্রপৌত্র সৈয়দ আহমদ আলী ওরফে সৈয়দ আউলিয়া ইসলাম প্রচারের উদ্দেশ্যে রাউজানে এসে বসতি স্থাপন করে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। তিনি যে স্থানে বসতি স্থাপন করেন ঐ এলাকার নাম ‘‘গুজরা’’ নামে পরিচিতি লাভ করে। গুজরা ফারসি শব্দ। এর অর্থ যাপন করা, নির্বাহ করা বা অতিবাহিত করা। ঐ এলাকায় মগদের আক্রমনে সকল অধিবাসি পালিয়ে যায় তবে দরবেশ সৈয়দ আউলিয়া এর নির্দেশে তার বংশধর, ভক্ত মুরিদান ও স্বল্প সংখ্যক লোক এখানে রয়ে যায়। তারা অনেক কষ্টে জীবন যাপন করত বলে বা গুজরাতো বলে এ এলাকার নাম হয় ‘‘গুজরা’’। পরবর্তীতে এলাকাটি সহজভাবে চিহ্নিত করার জন্য এলাকাটি উত্তর গুজরা, পূর্ব গুজরা ও পশ্চিম গুজরা তিনটি মৌজায় এবং ‘‘পূর্ব গুজরা ‘’ ও ‘‘পশ্চিম গুজরা ‘’ দুটি ইউনিয়নে ভাগ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS