গ্রাম-পূর্ব গুজরা (হোয়ারাপাড়া), ওয়ার্ড-০৭, ডাকঘর-পূর্ব গুজরা-৪৩৪৬, উপজেলা-রাউজান, জেলা-চট্টগ্রাম।
কাপ্তাই সড়ক হইতে নোয়াপাড়া রাউজান সেকশন-২ সড়কে সিএনজি যোগে অগ্রসার মহাকমপ্লেক্স।
রাঙ্গামাটি সড়ক হইতে রাউজান নোয়াপাড়া সেকশন-২ সড়কে সিএনটি যোগে নতুন রঘুনন্দন চৌধুরী হাট নেমে পূর্ব দিকে অগ্রসার মহাকমপ্লেক্স।
0
অগ্রসার মহাকমপ্লেক্স এই প্রতিষ্ঠানটি বৌদ্ধদের ধর্মীয় গুরু মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথেরো’র প্রতিষ্ঠিত। এই মহাকমপ্লেক্সে রয়েছে ১টি বালিকা মহাবিদ্যালয়, ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ বিদ্যালয়, গরীব, দুস্থ শিশু, কিশোর-কিশোরীদের জন্য ১টি আশ্রম ও ১টি বৌদ্ধ বিহার সহ বিভিন্ন দর্শনীয় স্থান। এই মহাকমপ্লেক্সটি ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের হোয়ারাপাড়া গ্রামে অবস্থিত। এখানে অনেক গরীব দুঃখী শিশু, কিশোর-কিশোরী আশ্রমে থেকে পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS